Police constable written test questions solutions 2024 কনস্টেবল নিয়োগ প্রস্তুতি ২০২৪
বাংলাদেশ, bd police constable written exam question, পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২৪, police constable pariksha, পুলিশ কনস্টেবল লিখিত
Police constable written test questions solutions 2024 |
পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার প্রস্তুতি, বিগত সালের প্রশ্ন সমাধান- বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ লিখিত পরীক্ষা আগামী ০৬ মার্চ থেকে শুরু হবে। কনস্টেবল পদে চাকুরী পেতে হলে মাঠ পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্ন, প্রস্তুতি কিভাবে নিবেন তার সম্পুর্ণ গাইডলাইন পেতে হলে পুরো লেখাটি পড়ুন।
Police constable written test questions solutions
পুলিশ কনস্টেবল লিখিত ২০২৪ এর প্রস্তুতি নিতে হলে আপনাকে বিগত সালের প্রশ্ন প্যাটার্ণ, প্রশ্ন সমাধান ও প্রশ্নের ধরণ সম্পর্কে সম্যক ধারনা দিতেই আমাদের আজকের লেখা। যে কোন চাকুরীর জন্য আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষায় ভালো করতে হবে। লিখিত পরীক্ষায় ভালো করার বিকল্প নাই।
পুলিশ কনস্টেবল লিখিত প্রশ্ন প্যাটার্ণ
কনস্টেবল লিখিত পরীক্ষায় মোট ০৪টি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারনজ্ঞান অংশ থেকে প্রশ্ন আসে। বিগত সালের প্রশ্ন পর্যালোচনা করে দেখা যায় বাংলা- ২০, ইংরেজি- ২০, গণিত- ২০, ও সাধারনজ্ঞান- ২০ মোট ৮০ নাম্বারে পরীক্ষা অনুষ্টিত হয়।
কনস্টেবল লিখিত পরীক্ষা বাংলা প্রশ্ন প্যাটার্ণ
১) বাংলা রচনা
২) বাংলা পত্র অথবা আবেদন লেখা
৩) বাগধারা
কনস্টেবল লিখিত পরীক্ষা ইংরেজি প্রশ্ন প্যাটার্ণ
১) ইংরেজি অনুবাদ - বাংলা থেকে ইংরেজি অনুবাদ আসে ০৫ টি
২) শূন্যস্থান পূরণ
৩) ইংরেজি প্যারাগ্রাফ
কনস্টেবল লিখিত পরীক্ষা গণিত প্রশ্ন প্যাটার্ণ
১) পাটিগণিত - বেসিক পাটিগণিত (যেমন- লাভ-ক্ষতি, সুদ- কষা, ক্রয়-বিক্রয় ইত্যাদি)
২) বীজগণিত - বেসিক বীজগণিত (মান নির্ণয়, সুত্রের প্রয়োগ, লগ ইত্যাদি)
কনস্টেবল লিখিত পরীক্ষা সাধারনজ্ঞান প্রশ্ন প্যাটার্ণ
১) বাংলাদেশের মুক্তিযুদ্ধ
২) উন্নয়ন প্রকল্প
৩) সাম্প্রতিক বিষয়সমূহ
পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০১৮
১। রচনা লিখুন (যেকোনো একটি)
ক) কম্পিউটার
খ) সড়ক দুর্ঘটনা ও প্রতিকার
গ) জনসেবা
২। শিক্ষা সফরে যাওয়ার অনুমতিদানে প্রধান শিক্ষকের কাছে আবেদন।
অথবা, তোমার এলাকায় যানজট নিরসনকল্পে সংশিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণপূর্বক সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ।
৩। বাগধারা লিখুনঃ
ক) গড্ডালিকা প্রবাহ (অন্ধ অনুকরণ) - গড্ডালিকা প্রবাহী যারা গা ভাসিয়ে দেয়, আমি তাদের দলে নাই।
খ) অনুরোধে ঢেঁকি গেলা (অনুরোধে দুরুহ কাজ সম্পন্ন করতে সম্মতি জ্ঞাপন) - অনুরোধে ঢেঁকি গেলা আমার পক্ষে সম্ভব নয়, আমি এ কাজ করতে পারবো না।
গ) আকাশ-কুসুম (অসম্ভব কল্পনা) ঢাকা শহরে একটা বাড়ি নির্মাণ করা নীতিনিষ্ঠ মানুষের পক্ষে আকাশ কুসুম ভাবার ব্যাপার।
ঘ) চোখের বালি (চক্ষুশূল) - বখাটে ছেলেটা সকলের চোখের বালি।
ঙ) জিলাপির প্যাঁচ (কুটিলতা) - ভালো মানুষ মনে হলেও তার ভেতরে রয়েছে জিলাপির প্যাঁচ।
৪। ইংরেজিতে অনুবাদ করুনঃ
ক) আমার ভাই আমার চেয়ে দুই বছরের বড়
= My brother is senior to me by two yerars.
খ) সে তুমি আর আমি দোষী।
= He, you and I are guilty.
গ) করিম স্কুলে যায়।
= Karim goes to School.
ঘ) শিক্ষাই জাতির মেরুদন্ড।
= Education is the backbone of a nation.
ঙ) সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
= It has been raining since morning.
৫। মান নির্নয় করুনঃ
ক) a-b=3 এবং a+b= 4 হলে ab এর মান কত?
খ) a+b= 12 এবং ab= 35 হলে a^2+b^2=?
৬।১০ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে। ১৫ জন লোকের এই কাজটি করতে কত দিন সময় লাগবে?
৭। সাধারনজ্ঞানঃ
ক) মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের নাম- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
খ) ঢাকার প্রাচীন নাম- জাহাঙ্গীরনগর।
গ) সাত জন বীরশ্রেষ্টের নাম-
- বীরশ্রেষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর
- বীরশ্রেষ্ট হামিদুর রহমান
- বীরশ্রেষ্ট মোস্তফা কামাল
- বীরশ্রেষ্ট মোহাম্মাদ রুহুল আমিন
- বীরশ্রেষ্ট মতিউর রহমান
- বীরশ্রেষ্ট মুন্সি আব্দুর রউফ
- বীরশ্রেষ্ট নূর মোহাম্মাদ শেখ
ঘ) বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম- পদ্মা
ঙ) বাংলাদেশের প্রথম প্রসিডেন্টের নাম- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
টি আর সি নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর ২০২১
বিষয় - লিখিত পরীক্ষা
পূর্ণমানঃ ৪৫ সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
সকল প্রশ্নের উত্তর দিতে হবে
ক বিভাগঃ বাংলা-= ১৫
১। রচনা লিখুন (যেকোন একটি )
ক) বঙ্গবন্ধু
খ) উন্নত বাংলাদেশের উপযোগী পুলিশ
২। এক কথায় প্রকাশ করুন
ক) দিনের মধ্যভাগ
খ) পরে জন্মায় যে
গ) বেশি কথা বলে যে
ঘ) আয় বুঝে ব্যয় করে না যে
৩। সন্ধি বিচ্ছেদ করুন
নবান্ন, পরীক্ষা, জনৈক, সূর্যোদয়
খ বিভাগঃ ইংরেজি (নম্বর- ১৫)
৪। Write a paragragph on "Digital Bangladesh"
৫। Translate into English
i) তিনি একজন সৎ লোক
ii) কি চমৎকার দৃশ্য
iii) সে কি স্কুলে যায়?
iv) আকাশ নীল।
৬। Fill in the blank
i) The cow lives....grass.
ii) I first met jhon...2017.
iii) He lives.....Mirpur in Dhaka.
iv) He drove....the bridge.
গ- বিভাগঃ অংক ও সাধারনজ্ঞান- (১৫ নাম্বার)
৭। বার্ষিক ৭% মুনাফায় ৭০০০ টাকা ৫ বছরে মুনাফাসহ আসল কত টাকা হবে?
৮। 3x^2-x-14 কে উৎপাদকে বিশ্লেষন করুন।
৯। সংক্ষেপে উত্তর দিন।
ক) কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?
খ) পানির সংকেত কি?
গ)আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী?
ঘ) অবস্থাভেদে পদার্থ কত প্রকার ও কী কী?
ঙ) একটি অপুষ্পক উদ্ভিদের নাম লিখুন।
Tags-
বাংলাদেশ, bd police constable written exam question, পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২১, police constable pariksha, পুলিশ কনস্টেবল নিয়োগ লিখিত পরীক্ষা, পুলিশ কনস্টেবল রিটেন পরীক্ষা, পুলিশের লিখিত পরীক্ষার প্রশ্ন বাংলাদেশ ২০২৪, bangladesh police written exam preparation, constable question, pariksha prashna, police constable exam 2024, police constable exam paper 2024, police constable question, police constable question paper, পুলিশ কনস্টেবল নিয়োগ,পুলিশে নিয়োগ হবে ১০হাজার কনস্টেবল,পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪,পুলিশ কনস্টেবল লিখিত প্রস্তুতি,পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার প্রশ্ন,বাংলাদেশ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার প্রশ্ন,পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় কি কি আসে,পুলিশ কার্যালয়ে নিয়োগ,পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার সাজেশন.