IFIC Bank TSO Job Preparation 2024 || Guideline And Previous Year Question Solution

IFIC Bank TSO Job Preparation 2024. Guideline And Previous Year Question Solution TSO IFIC Bank 2024

IFIC Bank Transaction Service Officer - Full Preparation - Guideline And Previous Year Question Solution │IFIC Bank TSO Exam Question
 IFIC Bank Job Preparation 2024


IFIC Bank is one of the most dominant banks in Bangladesh recruiting smart, talented personnel for different positions including MTO, TSO, TJO etc. The bank offers lucrative compensations as well as rapid career growth. But getting these lucrative jobs requires an impressive preparation. That's why we are going to share this article on IFIC Bank Job Preparation in 2024. 


    IFIC Bank TSO Exam Pattern


    Before starting IFIC Bank Job Preparation you should know the exam pattern of IFIC Bank. So, let's have a look The exam pattern of IFIC Bank has been divided into 4 major steps. These

    • Initial Viva
    • Written Test
    • Computer Test
    • Final Interview
    ইনিসিয়াল ভাইভাঃ 

    এই ভাইভা তে তেমন কিছু জিজ্ঞেস করে না। তবে টাই, ব্লেজার বা স্যুট, জুতা এবং বেল্ট এর কালার মোটামুটি ফরমাল এটায়ার গুলাই দেখা হয়। (যদিও আমাকে ব্যাংকিং এর সাথে ফিন্যান্স এর সম্পর্ক জিজ্ঞেস করেছিল আমার সাব্জেক্ট ফিনান্স এন্ড ব্যাংকিং বলে)

    লিখিত পরীক্ষাঃ

    লিখিত তে ২ টা ম্যাথ, ফ্রি হ্যান্ড রাইটিং(এসে), ট্রান্সলেশন ইত্যাদি আসে।


    কম্পিউটার টেস্টঃ 

    কম্পিউটার টেস্টে ওয়ার্ডের কিছু কাজ যেমন লেখা মোডিফাই, সাইজ, ডিজাইন, টাইপিং স্পেসিফিক ফরমেটে এবং ফন্টে, হেডার এন্ড ফুটার, টেক্সট বক্স এগুলা আসে। এক্সেল এর কয়েক্টা কাজ করতে বলা হয় (সাধারনত স্যালারী শিট এর কিছু দেয়া থাকে বাকিটা করতে বলে বা সুত্র দিয়ে কাজ করতে বলে। পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে সাধারন ৩ টা স্লাইড বানাতে বলে। সাথে নিচের ইচ্ছে মত এনিমেশন এড করতে হয়।


    ফাইনাল ভাইভা 

    ফাইনাল ভাইভা তেও তেমন প্রশ্ন করেনা কথা বলার স্টাইল আর ড্রেস আপ শুধু দেখে(এটা আমার ধারনা)। আমাকে শুধু আমি কি করি আর আমার বাবা কি করে জিজ্ঞেস করে।আর বর্তমান জব সম্পর্কে জেনেছে । মাত্র ২ মিনিটে খেল খতম।



    IFIC Bank Job Preparation in 2024 


    IFIC Bank Job Preparation in 2024
    IFIC Bank TSO Preparation


    আইএফআইসি ব্যাংকে কম্পিউটার টেস্ট প্রস্তুতি নিতে চাইলে নিচের আলোচনাই যথেষ্ট।  আমরা আজকে শুরু করবো কম্পিউটার টেস্টের প্রস্তুতি দিয়ে। চলুন শুরু করি! 


    IFIC Bank Computer Test Preparation

    TSO Computer Test Questions

    Time : 1 Hour

    Computer Test :

    Total Marks : 50

    Part 1 : MS Word........... 20

    Part 2 : MS Excel............15

    Part 3 : Power Point.......15


    Part 1 নিয়ে কিছু কথা 

    এখানে 20 Marks থাকবে। এখানে আপনাকে প্রশ্নের instruction অনুযায়ী কিছু লেখা type করতে হবে।

    যেমন : কিছু শব্দ bold করতে হবে, কিছু বাক্য underline করতে হতে পারে, কিছু শব্দ বা বাক্য টেবিলের মধ্যে বসাতে হতে পারে প্রশ্নের instruction অনুযায়ী, কিছু শব্দ বা বাক্যের আগে টিক চিহ্ন, ছোট বৃত্ত ইত্যাদি নকশা মাউস এর right বাটন এ ক্লিক করে Bullets অপশন থেকে বসাতে হবে প্রশ্নে উল্লেখিত নকশা অনুযায়ী।

    Important : প্রশ্নের instruction অনুযায়ী অবশ্যই মার্জিন সেট করে নিবেন (top, bottom, left and right) , অন্যথায় প্রশ্নের লেখা type গুলো ঠিক থাকবে না, এলোমেলো হয়ে যাবে।


    Part 2 নিয়ে কিছু কথা :

    এখানে 15 Marks থাকবে।এখানে আপনাকে একটি শহরের বিভিন্ন ক্যাটাগরির জনসংখ্যার বিভিন্ন হিসাবের যোগফল, গড় বের করতে হতে পারে, কিংবা একটা class এর students দের পরীক্ষার মোট নাম্বারের যোগফল, গড় নাম্বার এগুলো বের করতে হতে পারে, কিংবা একটা কোম্পানির শ্রমিকদের মাসিক বা বার্ষিক বেতনের বিভিন্ন হিসাবের যোগ, বিয়োগ, গড় এগুলো বের করতে হতে পারে MS Excel এ। খেলাধুলার বিভিন্ন হিসাব নিকাশ নিয়েও প্রশ্ন হতে পারে, যেমন : 5 জন ক্রিকেটারের 5 ইনিংসের মোট রান, গড় রান বের কর। মোট কথা আপনাকে Excel এর basic কাজগুলো জানতে হবে এখানে। মূলত এটি একটি math.

    যার marks 7/8. এরপর math এর information অনুযায়ী graph/ chart/pie chart আঁকতে হবে প্রশ্নে দেয়া graph/chart er format অনুযায়ী, যার marks 7/8.


    Part 3 নিয়ে কিছু কথা :

    এখানে 15 Marks থাকবে।এখানে 3 তা slide করতে হবে, প্রতিটি slide এ 5 marks করে থাকবে। Slide গুলো প্রশ্নের instruction অনুযায়ী করতে হবে। স্লাইড গুলোতে chart/pie chart বসাতে হতে পারে যদি প্রশ্নে বলা থাকে, মূলত শেষের slide এ chart/pie chart করতে বলা হয়ে থাকে। এই section এ ভালো করতে হলে, slide এর title তা ঠিক মত বসছে কিনা, animation, slide e লেখা বা chart appropriately show হচ্ছে কিনা এই বিষয় গুলো খেয়াল রাখতে হবে।

    NB : Computer Test এ full answer করলেই ভাল mark পাওয়া যায় না, cause প্রশ্নের instructions অনুযায়ী আপনাকে answer করতে হবে, তাহলেই ভালো marks পাওয়া যাবে, so 50 এর মধ্যে আপনি যদি accurately 40/45 answer করতে পারেন, আপনি save zone e থাকবেন ।

    আমার সময়ে আমি 3 marks এর একটা question touch eee করতে পারিনি, time is very important in this exam.

    English Preparation: IFIC Bank TSO

    - Preposition

    - Vocabulary

    - Right Form Of Verb

    - Idoms And Phrase ( See The Previous Exams Idoms

    - Article

    - Free Hand Writing

    - Translation:

    English To Bangla

    Bangla Preparation: IFIC Bank TSO

    - একটা ভাবসম্প্রসারণ

    - ব্যকরণ থেকে প্রবাদ বাক্য

    - এক কথায় প্রকাশ ইত্যাদি

    - বাংলা টু ইংরেজি

    Math Preparation: IFIC Bank TSO

     - বেসিক পাটিগণিত (২-৩ টা)

     - শতকরা

    - সুদকষা

    - কাজ

    - বয়স

    - ঐকিক নিয়ম

    - দূরত্বের গণিত ইত্যাদি

    General Knowledge Preparation: IFIC Bank TSO


    ১০-১২ টা আসতে পারে

    কোন অপশান থাকে না

    চলতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ভাজা ভাজা করে ফেলেন


    শেষ কথাঃ

    আমাদের উল্লেখিত বিষয়বস্তু গুলো বিগত সালের প্রশ্নের আলোকে তাই এগুলো থেকে একটা প্রাথমিক ধারনা নিতে পারেনসময় অনুযায়ী পরির্বতন হতে পারে। ধন্যবাদ