পিএলআই একাউন্টেন্ট - PLI Accountant Previous Year Question PDF

PLI accountant - পিএলআই একাউন্টেন্ট, PLI accountant previous year question, exam pattern.

PLI Accountant

PLI accountant - পিএলআই একাউন্টেন্ট পরিক্ষা, পিএলআই একাউন্টেন্ট প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন সমাধান ও অন্যান্য বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। চলুন শুরু করি- 

    পিএলআই একাউন্টেন্ট

    PLI accountant পদের ২১/০৭/২০১৯ সালে একটি সার্কুলার প্রকাশিত হয়। বাংলাদেশ ডাক বিভাগ পিএলআই একাউন্টেন্ট পদের জন্য ১৬ টি শুণ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করে যার পরিক্ষা অনুষ্ঠিত হবে।  

    পিএলআই একাউন্টেন্ট এর কাজ কি?

    পিএলআই একাউন্টেন্ট পদটি একটি সরকারি চাকরি। এই পদে আপনাকে সংশ্লিষ্ট অফিসে হিসাব রক্ষক হিসাবে দায়িত্ব পালন করতে হবে। মোট কথা অন্যান্য সরকারি একাউন্টেন্ট এর মতোই হিসাব নিকাশ সম্পর্কিত কাজ করতে হবে।

    পিএলআই একাউন্টেন্ট কতো তম গ্রেড 

    PLI accountant পদটি ১৪ তম গ্রেডের একটি চাকুরি। এই চাকুরী থেকে প্রমোশন পেয়ে আপনি উচ্চতর গ্রেডে পদোন্নতি প্রাপ্ত হতে পারবেন। 

    পিএলআই একাউন্টেন্ট এর বেতন কতো

    পিএলআই একাউন্টেন্ট এর বেতন কাঠামো সরকারি চাকরি ২০১৫ এর বেতন স্কেল অনুযায়ী প্রদান করা হয়। PLI accountant এর বেতন স্কেল ১০২০০-২৪৬৮০ টাকা।  এটি আপনার বেসিক স্যালারি। এর সাথে অন্যান্য সকল ভাতা পাবেন। অন্যান্য ভাতা ও সুবিধাসমূহ সম্পর্কে জানতে নিচের আর্টিকেলটি পড়ুন-  সরকারি চাকরির সুযোগ সুবিধা

    পিএলআই একাউন্টেন্ট প্রশ্ন প্যাটার্ন 

    PLI accountant  পদটি ১৪তম গ্রেডের একটি সরকারি চাকরি।  এই পদে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মূলত ৮০ নাম্বারে এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে। এমসিকিউ পরিক্ষা অন্যান্য সরকারি চাকরির পরিক্ষার মতোই- 

    বাংলা - ২০ মার্কস

    ইংরেজি - ২০ মার্কস

    গণিত - ২০ মার্কস

    সাধারণজ্ঞান- ২০ মার্কস


    পিএলআই একাউন্টেন্ট লিখিত প্রশ্ন প্যাটার্ন 

    ১০০ নাম্বারে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা ৪ টি বিষয়ে অনুষ্ঠিত হবে।  বাংলা ইংরেজি গণিত ও সাধারণজ্ঞান বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে। 

    পিএলআই একাউন্টেন্ট পরিক্ষা প্রস্তুতি

    PLI accountant job preparation সম্পর্কে বলতে গেলে আপনাকে লিখিত এবং এমসিকিউ পরিক্ষার প্রস্তুতি নিতে হবে।  এমসিকিউ পরীক্ষার জন্য কি কি পড়বেন নিচে আলোচনা করা হলোঃ


    বাংলা -

    ১। এক কথায় প্রকাশ।

    ২। বাগধারা।

    ৩। সন্ধি বিচ্ছেদ।

    ৪। বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন।

    ৫। শব্দের শুদ্ধ বানান।

    ৬। ভাবসম্প্রসারণ।

    ৭। কারক বিভক্ত।

    ৮। অন্যান্য।


    ইংরেজি-

    1. Parts of Speech

    2. Transformation

    3. Idioms

    4. Vocabulary

    5. Clause

    6. Basic গাম্মেরস


    গণিত-

    নিচের বিষয়গুলো অবশ্যই পড়ে যাবেন।

    পাটিগণিত

    ১) ঐকিক নিয়ম

    ২) অংশীদারী

    ৩) ক্রয় বিক্রয়

    ৪) লাভ ক্ষতি

    ৫) সংখ্যা

    বীজগণিত

    ১) মান নির্ণয়

    ২) লসাগু গসাগু

    ৩) লগ

    ৪) জ্যামিতির বেসিক


    সাধারণজ্ঞান প্রস্তুতি


    ১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে।

    ২. মুক্তিযুদ্ধ সম্পর্কে।

    ৩. বর্তমানে চলমান উন্নয়ণ পকল্প নিয়ে।

    ৪. বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল ও তারিখ।

    ৫. বাংলাদেশে অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থান সম্পর্কে।

    ৭. গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ নিয়ে।

    ৮. বাংলাদেশ ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে।

    ৯. বিভিন্ন অন্তর্জাতিক সংস্থা নিয়ে।

    ১০. অন্যান্য।

    পিএলআই একাউন্টেন্ট বিগত সালের প্রশ্ন 

    PLI previous year questions pdf - পিএলআই একাউন্টেন্ট বিগত সালের প্রশ্ন সমাধান পিডিএফ আকারে পেতে নিচের লিংকে ক্লিক করুন। 

    পিএলআই একাউন্টেন্ট সকল প্রশ্ন সমাধান পিডিএফ ফাইলে দেওয়া রয়েছে।  আপনি চাইলে এটি ডাউনলোড করে রাখতে পারেন। 


    প্রশ্ন সমাধান পিডিএফ 


    উপসংহার 

    পিএলআই একাউন্টেন্ট পদের প্রশ্ন প্যাটার্ন,  বিগত সালের প্রশ্ন সমাধান,  এবং অন্যান্য বিষয় নিয়ে আমাদের ক্ষুদ্র প্রয়াস। ধন্যবাদ।