PWD Previous Year Question Solution [প্রশ্ন ও সমাধান] গণপূর্ত অধিদপ্তরের ৪৪৯ পদে নিয়োগ পরীক্ষা ২০২৩
গণপূর্ত অধিদপ্তর ১৪ থেকে ১৬তম গ্রেডে ৭ ক্যাটাগরির ৪৪৯টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ৮ ও ৯ এপ্রিল ২০২২ তারিখে কয়েকটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করে। যারা গণপূর্ত অধিদপ্তর এর বিভিন্ন পদে পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের আজকের এই আলোচনা। চলুন শুরু করি।
পড়ুন-
২৩/১২/২০২৩ নকশাকার প্রশ্নের সমাধান
গণপূর্ত অধিদপ্তরের পরীক্ষা কবে?
৪৪৯ পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে গণপূর্ত অধিদপ্তর। ১৪ থেকে ১৬তম গ্রেডের ৭ ধরনের পদে এসব জনবল নিয়োগ দেওয়া হবে। ১৯ ডিসেম্বর গণপূর্ত অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ থেকে ১৬তম গ্রেডে ৭ ক্যাটাগরির ৪৪৯টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ৮ ও ৯ এপ্রিল ২০২২ তারিখে কয়েকটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা আগামী ২৩ শে ডিসেম্বর ২০২৩ বিকাল ৩ ঘটিকায় অনুষ্টিত হবে।
Read More-
Police Constable Circular 2024 কনস্টেবল সার্কুলার ২০২৪
পুলিশ নিয়োগ ২০২৪ সার্কুলার। Police Job Circular in 2024
IFIC Bank TSO Job Preparation 2024 || Guideline And Previous Year Question Solution
গণপূর্ত অধিদপ্তরের কোন পদে কত জন
গণপূর্ত অধিদপ্তরে ১৪ থেকে ১৬তম গ্রেডের ৭ ধরনের পদে এসব জনবল নিয়োগ দেওয়া হবে। সেগুলো হলোঃ
- স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদে ২৪ জন
- জরিপকারী পদে ১৪ জন
- নকশাকার পদে ১০৬ জন
- কার্যসহকারী পদে ২৩ জন
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৮০ জন
- হিসাব সহকারী পদে ১০১ জন এবং
- ট্রেসার পদে ১ জন নেওয়া হবে।
গণপূর্ত অধিদপ্তরের প্রবেশপত্র ডাউনলোড
- প্রথমেই গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করুন ।
- এবার ক্যারিয়ার বা রিক্রুটমেন্ট (Recruitment) অংশে ভিজিট করুন.
- এখান থেকে নতুন একটা পেজ আসবে এই পেইজে প্রবেশপত্র ডাউনলোডের অপশন আসবে।
- এখানে ৬ সংখ্যা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে Send Code ক্লিক করুণ ।
- আপনার রেজিস্ট্রেশন কৃত মোবাইলে একটি OTP যাবে।
- ঐ Code নিচের ঘরে বসিয়ে ভেরিফাই ক্লিক করলে এডমিট ডাউনলোড অপশন আসবে । এখান থেকে এডমিট ডাউনলোড এ ক্লিক করলেই আপনার প্রবেশপত্রটি ডাউনলোড সম্পূর্ণ হবে।
গণপূর্ত অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন সমাধান
ক্রমিক |
পদের
নাম |
পদের
সংখ্যা |
প্রশ্ন
সমাধান |
১ |
ষ্টেনোটাইপিষ্ট
কাম-কম্পিউটার
অপারেটর |
২৪ |
|
২ |
জরিপকারী |
১৪ |
|
৩ |
নকশাকার |
১০৬ |
|
৪ |
কার্য
সহকারী |
২৩ |
|
৫ |
অফিস
সহকারী
কাম-কম্পিউটার
মুদ্রাক্ষরিক |
১৮০ |
|
৬ |
হিসাব
সহকারী |
১০১ |
|
৭ |
ট্রেসার |
০১ |