মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার প্রশ্ন প্যাটার্ন, প্রস্তুতি ও বিগত সালের প্রশ্ন সমাধান

মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার প্রশ্ন প্যাটার্ন, প্রস্তুতি ও বিগত সালের প্রশ্ন সমাধান Caab mechanical transport driver question, preparation, exam
CAAB-Mechanical-trasport-driver-preparation-quesiton-pattern

মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদের বিগত সালের প্রশ্ন সমাধান, প্রশ্ন প্যাটার্ন,  পরিক্ষা পদ্ধতি ইত্যাদি নিয়ে আমাদের আজকের আলোচনা। বিমানবাহিনী  কর্তৃপক্ষ মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদে ১৯টি শুণ্য পদের পরিক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। তাই মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদের প্রশ্ন সমাধানসহ অন্যান্য বিষয় নিয়ে জানতে নিচের আর্টিকেলটি পড়ুন- 


    মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পরিক্ষার তারিখঃ

    বিমানবাহিনী  কর্তৃপক্ষ মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পরিক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। উক্ত পদের পরিক্ষা আগামী ১৫ ডিসেম্বর ২০২৩ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। 


    মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদটি কত গ্রেডেরঃ

    মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদটি ১৫তম গ্রেডের তথা ৩য় শ্রেণির একটি সরকারি চাকরি। 


    মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার প্রশ্ন প্যাটার্ন

    CAAB-Mechanical-trasport-driver-question-pattern


    কোন পরিক্ষায় ভালো ফলাফল করার জন্য সেই পরিক্ষার প্রশ্ন পদ্ধতি সম্পর্কে ধারণা নেওয়া উচিত। কেননা পরিক্ষার প্রস্তুতি নিতে হলে সেই পরিক্ষায় কি কি আসে, কোন কোন বিষয়ে প্রশ্ন হয় তা জানা একান্ত জরুরি।  ক্যাবের অন্যান্য বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে  দেখা যায় মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদের প্রশ্ন প্যাটার্ন নিম্নরূপ-

    মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদে ৪টি বিষয়ে প্রশ্ন হবে। প্রশ্ন থাকতে পারে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদে লিখিত নাকি এমসিকিউ প্রশ্ন হয়? উত্তর হচ্ছে এই পদে প্রথমে এমসিকিউ প্রশ্ন হবে। পরিক্ষায় মোট নাম্বার থাকবে ৮০ এবং প্রতিটি প্রশ্নের মান ১ মার্কস। 

    প্রশ্ন করা হবে-

    বাংলা- ২০ মার্কস

    ইংরেজি - ২০ মার্কস

    গণিত - ২০ মার্কস

    সাধারনজ্ঞান - ২০ মার্কস

    আরো পড়ুন- IFIC Bank TSO Job Preparation 2024 || Guideline And Previous Year Question Solution

    মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পরিক্ষার প্রস্তুতি

    CAAB-Mechanical-trasport-driver-preparation


    আমারা পূর্বেই জেনেছি পরিক্ষায় মূলত ৮০টি প্রশ্ন বাংলা ইংরেজি গণিত ও সাধারণজ্ঞান অংশ থেকে করা হয়ে থাকে। তাই আপনাকে ০৪টি বিষয়েই প্রস্তুতি নিতে হবে। যেহেতু পরিক্ষা আগামী ১৫ ডিসেম্বর ২০২৩ তাই সংক্ষিপ্ত আকারে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পরিক্ষার শর্ট সাজেশন নিচে দেওয়া হলোঃ

    মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পরিক্ষার প্রস্তুতি নিয়ে আমাদের আজকের মূল আলোচনা। কিভাবে নিজেকে প্রস্তুত করবেন এবং চাকরি পাবেন সেটি জানাবো এই অংশে। মনযোগ দিয়ে পড়ুন এবং আমাদের লিখা ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না। 

    মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পরিক্ষার প্রস্তুতি নিতে হলে আপনাকে জানতে হবে কি কি আপনার পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। যেহেতু এই পদে আগে পরিক্ষা হয় নি তাই প্রস্তুতি নিতে আপনাদের কিছুটা কষ্ট হচ্ছে কিন্তু আজকের পর ইনশা-আল্লাহ সেটা থাকবে না। 

    মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পরিক্ষার প্রস্তুতি   নিতে হবে নিম্ন উল্লেখিত বিষয় সমূহেঃ

    Mechanical Transport Driver Preparation Bangla

    এটি ৩য় শ্রেণীর পদ। সুতরাং প্রশ্ন হবে বাংলা সাহিত্য এবং ব্যাকরণ অংশ থেকে।  

    ৩য় শ্রেণীর পদের জবে বাংলা সাহিত্য অংশে কি কি পড়বেনঃ 

    বিভিন্ন লেখক এবং তাদের উল্লেখ্যযোগ্য সাহিত্য। এ জন্য চাইলে আপনারা অভিযাত্রী বাংলা বইটি পড়তে পারেন।

    ৩য় শ্রেণীর পদের জবে বাংলা ব্যাকরণ অংশে কি কি পড়বেনঃ 

    ১। এক কথায় প্রকাশ। 

    ২। বাগধারা। 

    ৩। সন্ধি বিচ্ছেদ। 

    ৪। বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন। 

    ৫। শব্দের শুদ্ধ বানান। 

    ৬। ভাবসম্প্রসারণ। 

    ৭। কারক বিভক্ত। 

    ৮। অন্যান্য। 

    আরো পড়ুন- Private Bank Job Circular 2024 in Bangladesh

    Mechanical Transport  Preparation English

    Mechanical Transport  English preparation is very crucial to pass the  exam. Because we are basically weak in English and we can't secure a good result in English part. There will be 20 marks on English Grammar and English Literature part. However, English grammar part is more important for Mechanical Transport Driver preparation. Here I am going to share the most important parts of English grammar which are very important for every exam including mechanical transport driver.

    1. Preposition. 

    2. Right From verb.

    3. Idiom phrase. 

    4. Translation. 

    5. Composition (Recent/Ongoing topic)

    6. Article. 

    7. Other. 

    মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পরিক্ষার প্রস্তুতি সাধারণ জ্ঞান 

    ১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে।

    ২. মুক্তিযুদ্ধ সম্পর্কে।

    ৩. বর্তমানে চলমান উন্নয়ণ পকল্প নিয়ে।

    ৪. বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল ও তারিখ।

    ৫. বাংলাদেশে অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থান সম্পর্কে।

    ৭. গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ নিয়ে।

    ৮. বাংলাদেশ ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে।

    ৯. বিভিন্ন অন্তর্জাতিক সংস্থা নিয়ে।

    ১০. অন্যান্য।

     

    মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পরিক্ষার প্রস্তুতি গণিত 

    ১. লসাগু, গসাগু, সরল।

    ২. লাভ-ক্ষতি, সুদ-কষা

    ৩. বীজগণিত (উৎপাদক, মান নির্ণয়)

    ৪. পরিমিতি।

    ৫. জ্যামিতি।


    মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পরিক্ষার বিগত সালের প্রশ্ন সমাধান

    CAAB-Mechanical-trasport-driver-previous-year-question


    Math Question Solution: Mechanical transport driver

    Mechanical transport driver Math solution is available here. The exam was MCQ and we tried to solve all mcq questions for Mechanical transport driver exam. Hope it will help you a lot to know the correct solution of Mechanical transport driver . The way we solved and uploaded Mechanical transport driver question is very easy to download pdf. Let me share the pdf file for of the solution of Mechanical transport driver

    ১। ১ মিটার = কত? উত্তর: ৩৯.৩৭ ইঞ্চি

    ২। ১৫২১ এর বর্গমূলকত? উত্তর: ৩৯ 

    ৩। ৯৭২ কে কোনক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলপূর্ণবর্গ সংখ্যা হবে? উত্তর: ৩ 

    ৪। তামা, দস্তা ও রূপা মিশিয়েতৈরি একটি গয়নার তামাও দস্তার অনুপাত ১:২ এবংদস্তা ও রূপার অনুপাত৩:৫। ১৯ গ্রামওজনের গয়নায় কত গ্রাম রূপাআছে? উত্তর: ১০ গ্রাম   

    ৫। নিচের কেনটি মৌলিক সংখ্যা নয়? উত্তর: ৫১ 

    ৬। একজন মাছ বিক্রেতাপ্রতি হালি ইলিশ ১৬০০টাকায় কিনে প্রতিটি মাছ৩৫০ টাকায় বিক্রয় করলো। তার শতকরা কতলাভ বা ক্ষতি হলো? উত্তর: ১২.৫০% ক্ষতি 

    ৭। ৬০ মিটার দীর্ঘএকটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি।রেল লাইনের পাশে একটি খুঁটিঅতিক্রম করতে ট্রেনটির কতসময় লাগবে? উত্তর: ৪.৫ সেকেন্ড 

    ৮। -36a3z3y2– কে -4ayz দিয়ে ভাগ করলেভাগফল কত হবে? উত্তর: 9a^2yz^2 

    ৯।p–1/p=8 হলে p2+1/p2 এর মান কত? উত্তর: 66 

    ১০।গ.সা.গু দ্বারাকি বোঝায়? উত্তর: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক

    ১১। 6a^3b^2c এবং 9a^4bd^2 এর ল.সা.গু. কত? উত্তর: 18a^4b^2cd^2 

    ১২।ক্রিকেট খেলায় নাঈম ও আফিফেরমোট রান সংখ্যা 58।নাঈমের রান আফিফের রানসংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম। ঐ খেলায়আফিফের রান সংখ্যা কত? উত্তর: 21 

    ১৩।a–1/a=5 হলে a^3+1/a^3 এর মান কত? উত্তর: 140

    ১৪।শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০টাকায় ৫ বছরের মুনাফা১৫০০ টাকা হবে? উত্তর: ১০% 

    ১৫।  একটি ত্রিভুজক্ষেত্রের ভূমি ও উচ্চতাযথাক্রমে ৪ সে.মি. ও ৭ সে.মি.। ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফলকত? উত্তর: ১৪ বর্গ সেমি 

    ১৬।একটি ত্রিভুজের দু’টি কোণেরমান 45 ডিগ্রি  ও 60 ডিগ্রি হলে ত্রিভুজটি অপরকোণের মান কত? উত্তর: 75 ডিগ্রি

    ১৭। 65 ডিগ্রি এর পূরক কোণকত? উত্তর: 25 ডিগ্রি

    ১৮।একটি সূক্ষকোণী ত্রিভুজের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? উত্তর: তিনটি কোণই সূক্ষ্মকোণ 

    ১৯।নিচের কোনটি সামন্তরিক নয়? উত্তর: ট্রাপিজিয়াম

    ২০।বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের– উত্তর: ব্যাস 

    Bangla Question Solution: Mechanical Transport Driver

    Mechanical Transport Driver bangla solution is available here. There were some questions from bangla literature and some from bangla grammar. So, we will solve all questions for Mechanical Transport Driver bangla part for you. You can download the solution as pdf or you can read it from here. After every exam we try to share all solution in our blog. It may help you to get all question solution from our site.  

    ২১।সমাস নিষ্পন্ন পদকে কি বলাহয়? 

    উত্তরঃসমস্তপদ

    ২২।বসন্তে কোকিল ডাকে- এ বাক্যে বসন্তেকোন কারক? 

    উত্তরঃঅধিকরণ কারক 

    ২৩।ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদকি? 

    উত্তরঃক্ষুধা + ঋত

    ২৪।সঞ্চয় এর সন্ধি বিচ্ছেদকি?

     উত্তরঃসম্ + চয়

    ২৫।‘যে উপকারীর উপকার স্বীকার করে না’ এরএক কথায় প্রকাশ হলো- 

    উত্তরঃঅকৃতঘ্ন

    ২৬।ঢাকের কাঠি বাগধারার অর্থহলো- 

    উত্তরঃতোষামুদে

    ২৭।তিমির শব্দের বিপরীত শব্দ কি?

     উত্তরঃআলো

    ২৮।দেহ শব্দের বিপরীত শব্দ কি? 

    উত্তরঃতনু

    ২৯।কর্তা শব্দের স্ত্রী লিঙ্গ কি? 

    উত্তরঃকর্ত্রী

    ৩০।নিচের কোন বানানটি অশুদ্ধ- উত্তরঃ

    উজ্জল[সঠিক উজ্জ্বল] 

    ৩১।‘চাঁদ, দই, হাতি’- এগুলোকোন প্রকারের শব্দ? 

    উত্তরঃতদ্ভব


    ৩২।মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি? 

    উত্তরঃছ

    ৩৩।নিজের কবিতাগুলোর মধ্যে কোনটি কাজী নজরুল ইসলামরচিত নয়? 

    উত্তরঃআসমানী 

    ৩৪।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি? 

    উত্তরঃ২৫ বৈশাখ

    ৩৫।পল্লীকবি জসীম উদদীন রচিতকাব্যগ্রন্থ কোনটি? 

    উত্তর: রাখালী

    ৩৬।মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘হাঙ্গর নদী গ্রেনেড’ কেলিখেছেন? 

     উত্তর: সেলিনা হোসেন  

    ৩৭।‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? 

    উত্তর: শামসুর রাহমান

    ৩৮।ভাষা আন্দোলনভিক্তিক নাটক ‘কবর’ এর রচয়িতাকে? 

    উত্তর: মুনীর চৌধুরী

    ৩৯।শিশুতোষ গ্রন্থ ‘ইতল বিতল’ কেলিখেছেন?

     উত্তর: সুফিয়া কামাল

    ৪০।‘সাহিত্য সম্রাট’ বলা হয় কাকে?

     উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

     GK Question Solution: Mechanical Transport Driver

    ৪১। ঢাকা- জলপােইগুড়ি রুটে চালু হওয়া ট্রেনের নাম কী? 

    উত্তর: মিতালী 

    ৪২। ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সালের কত তারিখে অনুষ্ঠিত হবে? 

    উত্তর: ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর 

    ৪৩। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? 

    উত্তর: বুড়িগঙ্গা 

    ৪৪। NAM প্রতিষ্ঠিত হয় কত সালে? 

    উত্তর: 1961 সালে 

    ৪৫। জাপানের পতাকার রং কী? 

    উত্তর: সাদা ও লাল 

    ৪৬। স্যাটেলাইট সমৃদ্ধ দেশগুলোর মধ্যে বাংলাদেশ কততম? 

    উত্তর: ৫৭ তম 

    ৪৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মেয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র?

     উত্তর: তর্জনী 

    ৪৮। বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ কয়টি? 

    উত্তর: ১৫৩ 

    ৪৯। কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হত? 

    উত্তর: মুঘল আমলে 

    ৫০। নৃশংস ঐতিহাসিক জেলহত্যার ঘটনা ঘটে কোন সালের কত তারিখে? 

    উত্তর: ৩ নভেম্বর ১৯৭৫ সালে 


    English Question Solution: Mechanical Transport Driver 

    Mechanical Transport Driver bangla solution is available here. There were some questions from English literature and some from English grammar. So, we will solve all questions for Mechanical Transport Driver English part for you. You can download the solution as pdf or you can read it from here. After every exam we try to share all solution in our blog. It may help you to get all question solution from our site.  

    ৫১।What did you eat for ——– breakfast this morning? উত্তর: none 

    ৫২।Iron is ———- useful metal. উত্তর: a

    ৫৩।Water has no colour- এখানে‘Water’ কোন ধরণের Noun? উত্তর: Material Noun 

    ৫৪।The bail has already been ———–. উত্তর: rung 

    ৫৫।নিচের কোন শব্দটি Plural? উত্তর: princes [Singular prince] 

    ৫৬।We need as ——– people as possible. উত্তর: many 

    ৫৭।Which one is the opposite gender of ‘poet’? উত্তর: poetess 

    ৫৮।‘She has been sick since last week’ – এটিকোন Tense এর উদাহরণ? উত্তর: Present perfect tense 

    ৫৯।The greater the demand, ———- the price. উত্তর: the higher 

    ৬০।নিচের কোনটি Adverb? উত্তর: wisely 

    ৬১।The teacher is popular ———–his students. উত্তর: with 

    ৬২।The mother was anxious ——–the safety of her son. উত্তর: about 

    ৬৩।I always take an umbrella ———– it rains. উত্তর: in case 

    ৬৪।Our boss makes us ———– very hard. উত্তর: work 

    ৬৫।Singular form of ‘agenda’ is উত্তর: agendum

    ৬৬।আমরা বিষয়টি আলোচনা করব- এর ইংরেজিঅনুবাদ কোনটি? উত্তর: We shall discuss the matther.

    ৬৭।‘Provoke’ এর বিপরীত শব্দ নিচের কোনটি? উত্তর: soothe

    ৬৮।‘Emancipate’ অর্থ- উত্তর: to set free 

    ৬৯।‘Bounce back’ অর্থ- উত্তর:  recover

    ৭০।‘Obligate’ এরAdjective form কোনটি? উত্তর: obligatory 

    শেষ কথাঃ

    ক্যাব মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদের প্রশ্ন প্যাটার্ন, প্রস্তুতি ও বিগত সালের প্রশ্ন সমাধান ধারাবাহিকভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। আশা করি আপনাদের মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদের পরিক্ষায় আমাদের ক্ষুত্র প্রচেষ্টা কিছুটা হলেও কাজে লাগবে। ধন্যবাদ।